দুবাইফেরত যাত্রীদের জামা পোড়ানোয় বেরিয়ে এলো চার কেজি সোনা

সাম্প্রতিক এক ঘটনায়, দুবাই থেকে ফেরা দুই বাংলাদেশির শরীরের পোশাকে লুকিয়ে রাখা হয় চার কেজির বেশি সোনা। কাস্টমস কর্মকর্তারা সন্দেহবশত জামাকাপড় খুলে পরীক্ষা করে দেখেন, কাপড়ের ভেতরে বিশেষভাবে প্রলেপ দিয়ে সোনা রাখা হয়েছে। পরে ওই পোশাক টুকরা টুকরা করে পুড়িয়ে ধ্বংসস্তূপ থেকে সোনাগুলো আলাদা করা হয়। মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এক জিয়াউর রহমান নামের ব্যক্তিকে, যিনি ওই দুজনের ট্রিপ স্পন্সর করেন এবং কৌশলে তাদের মাধ্যমে সোনা পাচার করেন। বর্তমানে আটক ব্যক্তিরা বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে এবং হোতাদের শনাক্তে তদন্ত চলছে।