কোরবানির পশুর চামড়ার মূল্য নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশ

আসন্ন ঈদে কোরবানির পশুর চামড়ার মূল্য যেন ন্যায্য থাকে তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, চামড়া নিয়ে দীর্ঘদিনের অনিয়মে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব ও নিম্নআয়ের মানুষ। এই সিন্ডিকেট ভাঙতে প্রয়োজন কার্যকর ব্যবস্থা। পশু পরিবহন, হাটে পশুর প্রতি মানবিক আচরণ ও পরিবেশ দূষণ রোধেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।