**সীমান্ত নিরাপদ, কৃষকরা নিশ্চিন্তে ধান কাটতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা**

বিরল উপজেলার ঢেলপীর ব্লকে বোরো ধান কাটা উদ্বোধন করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আশ্বস্ত করেছেন, দেশের সীমান্ত এলাকায় কোনো ধরনের নিরাপত্তাজনিত উদ্বেগ নেই। তিনি বলেন, “সীমান্ত এখন পুরোপুরি সুরক্ষিত। কৃষকরা স্বাভাবিকভাবেই মাঠে কাজ করতে পারবেন।”
তিনি আরও বলেন, “জনসংখ্যা বাড়লেও কৃষি জমি কমেছে। তাই উচ্চফলনশীল জাত এবং কৃষি গবেষণার উন্নয়নের মাধ্যমে উৎপাদন ধরে রাখা হচ্ছে।” কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও উৎপাদন খরচ কমাতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার নির্দেশও দেন তিনি।
উঠান বৈঠকের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই কার্যক্রমের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, তা যেন প্রকৃতপক্ষে জনগণের মাঝে পৌঁছায়। দুর্নীতি করলে তার পরিণতি ভোগ করতে হবে।”