রংপুরে সাংবাদিকদের ওপর হামলা: নকলের ভিডিও করায় অধ্যক্ষের নেতৃত্বে নির্যাতন

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজে পরীক্ষাকেন্দ্রে নকলচিত্র ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শিক্ষক ও অধ্যক্ষের প্রত্যক্ষ ইন্ধনে সাংবাদিকদের মারধর, অবরুদ্ধ ও ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিক নেতারা অভিযুক্ত অধ্যক্ষ এবং ট্যাগ অফিসারের অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।