ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বাংলাদেশের অবস্থান: ‘দিল্লি আগ্রহী না হলে বাংলাদেশ নিজে কিছু বলবে না’

দক্ষিণ এশিয়ার চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার বিষয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ঢাকা চায় আঞ্চলিক শান্তি বজায় থাকুক, কোনো ধরনের সংঘাত নয়। তিনি জানান, দিল্লি যদি আলোচনায় আগ্রহ না দেখায়, তাহলে বাংলাদেশও এ বিষয়ে বাড়তি কিছু বলতে চায় না।
মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়, যেখানে দার ভারতীয় অভিযোগ ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ সাম্প্রতিক উত্তেজনার পটভূমি তুলে ধরেন।
তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তান যে বিষয়গুলো বলেছে, সেগুলো জানাতেই ফোন করা হয়েছিল। কোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়নি। বাংলাদেশ চায় আলোচনার মাধ্যমে সংকট নিরসন হোক, যাতে পরিস্থিতি আর না ঘোলাটে হয়।’
তিনি যোগ করেন, দিল্লি যদি এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চায়, তখন বাংলাদেশও নিজের মত জানাবে। তবে আপাতত বাংলাদেশ নিজে থেকে কিছু বলার প্রয়োজন অনুভব করছে না।