দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলাই এখন সবচেয়ে বড় কাজ: অধ্যাপক ড. ইউনূস

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে “অগোছালো ও সেকেলে” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের তরুণ রাজনৈতিক নেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, এই বিশৃঙ্খল অবস্থা থেকে বেরিয়ে আসাই এখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
ড. ইউনূস বলেন, “নতুন প্রজন্মের অংশগ্রহণ ছাড়া রাজনীতির কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়। তাদের উদ্যম ও চিন্তা সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
তিনি জানান, তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার জন্য সরকার সব ধরণের সহযোগিতা করতে আগ্রহী। আলোচনায় উঠে আসে বাংলাদেশে তরুণদের ভোটাধিকার বঞ্চনার বিষয়টিও। এ প্রসঙ্গে তিনি বলেন, “গত দেড় দশকে প্রকৃত ভোটাধিকার প্রায় বিলুপ্ত ছিল। গণতন্ত্রের নামে পরিচালিত হয়েছে প্রহসনের নির্বাচন। সুতরাং প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া বাস্তব পরিবর্তন সম্ভব নয়।”
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এখন এক পরিবর্তনের সন্ধিক্ষণে। আশা করি, এই রূপান্তর সময়সাপেক্ষ হলেও ফলপ্রসূ হবে।”