জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের শুনানি ১৩ মে নির্ধারিত

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনরায় পাওয়ার লক্ষ্যে দায়ের করা আপিলের শুনানির তারিখ ১৩ মে নির্ধারণ করেছে দেশের সর্বোচ্চ আদালত।
বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন নির্ধারণ করেন। শুনানি দ্রুত শুরু করতে আদালতে আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এই মামলায় জামায়াতের পক্ষে শুনানিতে থাকবেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবং শিশির মনির।
এর আগে ১২ মার্চ এই আপিলের প্রাথমিক শুনানি শুরু হলেও পরে তা আর চলমান থাকেনি। উল্লেখ্য, হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট একটি রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করে। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও, ২০২৩ সালের নভেম্বরে মূল আইনজীবীর অনুপস্থিতিতে আপিল বিভাগ মামলাটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ করে দেয়, ফলে হাইকোর্টের রায় বহাল থাকে। এবার নতুন করে শুনানির সুযোগ পেল দলটি।