ওমানে তৃতীয় দফা ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শনিবার
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে চলমান সংলাপের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। ওমানের রাজধানী মাস্কটে আয়োজিত এই বৈঠক হবে পরোক্ষ আলোচনার ধারাবাহিকতায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্প্রতি ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইরানের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। যদিও আলোচনাটি হয়েছিল তৃতীয় পক্ষের মাধ্যমে পরোক্ষভাবে, শেষ দিকে দুই পক্ষের প্রতিনিধিদের সংক্ষিপ্ত সাক্ষাৎও ঘটে।
যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং তৃতীয় দফার বৈঠকের বিষয়টি নিশ্চিত।
আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের বিশেষজ্ঞদের মধ্যেও আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা মূল আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানিয়েছেন, তারা আলোচনার বিষয়ে অতিমাত্রায় আশাবাদীও নন, হতাশও নন—বরং একটি বাস্তবধর্মী অবস্থান থেকে এগোচ্ছেন। তাঁর ভাষায়, “মূল ইস্যু হলো, ইরান তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার রাখতে চায়। তবে পশ্চিমা রাষ্ট্রগুলোর আশঙ্কা, ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র নির্মাণের চেষ্টা করছে।” যদিও তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।