গুলশান হোমিও ফার্মেসি তে ডেঙ্গু জ্বরের কার্যকরী চিকিৎসা করা হয়। সরাসরি ডাঃ এর সাথে কথা বলতে ফোন করুন- 01732-172837

ইরানের হাতে এআই প্রযুক্তিনির্ভর ‘অতি গোপন’ সামরিক অস্ত্র থাকার দাবি - BD Views 24

ইরানের হাতে এআই প্রযুক্তিনির্ভর ‘অতি গোপন’ সামরিক অস্ত্র থাকার দাবি

ইরান দাবি করেছে, তাদের সেনাবাহিনীর কাছে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিসম্পন্ন অত্যাধুনিক এবং ‘অতি গোপন’ সামরিক অস্ত্র। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওউমার্স হেইদারি।

আল-আলম টিভিকে দেওয়া এক বক্তব্যে হেইদারি বলেন, “আমাদের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে, যেগুলোর অস্তিত্বই এখনো প্রকাশ্যে আনা হয়নি। সেগুলোর মধ্যে অনেক অস্ত্র প্রচলিত শ্রেণির হলেও প্রযুক্তিগত দিক থেকে এগুলো বহু দিক দিয়ে অনন্য, এবং তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি রয়েছে।”

তিনি আরও জানান, এসব অস্ত্র কৌশলগত কারণে এখনো গোপন রাখা হয়েছে, তবে প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবহার উপযোগী অবস্থায় রাখা হয়েছে।

ইরাক-ইরান যুদ্ধের (১৯৮০-৮৮) পর থেকে ইরানের পদাতিক বাহিনীতে যে আধুনিকায়নের ধারা শুরু হয়েছে, তা এখন উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। জেনারেল হেইদারির ভাষায়, “আমাদের বাহিনী এখন দ্রুত চলাচল, আক্রমণ এবং প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত।”

সাম্প্রতিক সময়েও ইরানের সামরিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, “ইরানের সেনাবাহিনী এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা শুধু জাতীয় সুরক্ষায় নয়, বরং পুরো পশ্চিম এশিয়ার জন্য একটি দৃষ্টান্ত।”

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এমন সামরিক প্রস্তুতি এবং প্রযুক্তিগত উন্নয়ন অন্যান্য দেশগুলোর দৃষ্টিকে আকর্ষণ করছে। বিশেষ করে, এআই সমর্থিত অস্ত্র ব্যবস্থার বিষয়ে আন্তর্জাতিক মহলের বাড়তি সতর্কতা ও আগ্রহ রয়েছে।

সূত্র: প্রেস টিভি

Related Articles