ইতালির আগ্রহ লিগ্যাল চ্যানেলে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ব্যাপারে

ইতালির সরকার বাংলাদেশ থেকে বৈধ পন্থায় কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ঢাকায় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, ইতালি বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী হিসেবে দেখছে এবং নতুন করে বৈধ উপায়ে লোক নেওয়ার বিষয়ে আগ্রহী। একইসঙ্গে সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে যাওয়ার প্রবণতা নিরুৎসাহিত করতে চায় তারা। পুরোনো অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতালিকে অনুরোধ করেছে বাংলাদেশ। বৈঠকে পুলিশ ও বিজিবির প্রশিক্ষণ নিয়েও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইতালি।