ইউক্রেনে প্রতি বর্গকিলোমিটার জমি দখলে ২৭ রুশ সেনার জীবন বলি

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার জন্য ২০২৪ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী। বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে, ইউক্রেনে প্রতি বর্গকিলোমিটার এলাকা দখলের জন্য রাশিয়াকে গুণতে হচ্ছে অন্তত ২৭ সেনার প্রাণ।
বিবিসি ও মিডিয়াজোনার এক যৌথ বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৪ সালে রাশিয়ার সৈন্য নিহতের আনুমানিক সংখ্যা এক লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। সাঁজোয়া আক্রমণ চালাতে গিয়ে স্বল্প প্রশিক্ষিত ‘স্বেচ্ছাসেবক’দের ব্যাপকহারে যুদ্ধে পাঠানো হয়েছে, যা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়েছে।
বিশেষ করে ২০২৪ সালের ফেব্রুয়ারির ২০ তারিখে এক হামলায় রুশ বাহিনীর ৬৫ জন সেনা নিহত হন, যাঁরা একটি পদক প্রদান অনুষ্ঠানের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। পুরো দিনটিতে প্রাণ হারান ২০১ জন রুশ সৈন্য।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এমন উচ্চমাত্রার ক্ষয়ক্ষতি সত্ত্বেও রাশিয়া সেনা নিয়োগ বাড়িয়ে যুদ্ধে ধারাবাহিকতা রক্ষা করছে। এতে গ্রামীণ ও গরিব জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।